আজ কোম্পানিগঞ্জ বাগজুর মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলন
- আপডেট সময় : ০১:৪৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ ৬৬ বার পড়া হয়েছে
আজ রোববার কোম্পানিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুল উলুম বাগজুর মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশবরন্য উলামায়ে কেরাম ও স্থানীয় আলিমগন আলোচনা করবেন। সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্যানেল আলোচক মুফতি আব্দুল কাইয়্যুম সোবহানী (দাঃ বাঃ)।
এছাড়া আরও উপস্থিত থাকবেন আল্লামা নুর ইসলাম খান সাহেব। শাইখুল হাদিস আব্দুল কাদির সাহেব, মুফতি ইস্মাইল হুসাইন সিরাজী, ঢাকা, মাওলানা মুহসিন আহমদ, সাহেব্জাদায়ে কউরিয়া, শাইখুল হাদিস আব্দুল আওয়াল, রাজারগাও মাদ্রাসা, মাওলানা মুহাম্মদ মুন্তাসির আলী, ঢাকা, মাওলানা ড। খলিলুর রাহমান, সিলেট, ও আলহাজ মাওলানা দিলওয়ার হুসাইন, সিলেট।
বার্ষিক ইসলামি সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রবীণ আলেমেদ্বীন মাওলানা মুফতি মাওলানা শামসুজ্জুহা, শাইখুল হাদিস দারুল উলুম মৌলিভীবাজার, ও মুফতি মাওলানা আবুল খায়ের, পরিচালক – রাজারগাও মাখজুনুল উলুম টাইটেল মাদ্রাসা।