হবিগঞ্জের লাখাইয়ে প্রাণনাশের হুমকির অভিযোগে আটক ১

- আপডেট সময় : ০৪:৫০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ২০২ বার পড়া হয়েছে
হবিগঞ্জের লাখাইয়ে জোরপূর্বক অলিখিত স্ট্যাম্পে দস্তখত নেওয়া ও প্রাণনাশের হুমকির মামলার আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই আসামির নাম ফুরুক মিয়া। তিনি উপজেলার বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিম গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।
লাখাই থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ দুপুর সাড়ে ১২টায় মৃত আরজু মিয়ার ছেলেরা দলবদ্ধ হয়ে বাদী টিটু দেবকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে অলিখিত ষ্ট্যাম্পে দস্তখত নেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে টিটু দেব লাখাই থানায় মামলা দায়ের করেন।
এর প্রেক্ষিতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে বামৈ পশ্চিম গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ফুরুক মিয়াকে (৪৫) তার বসতঘর থেকে আটক করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (২৮ মার্চ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।