গোয়াইনঘাটে চোরাই অটোরিকশাসহ যুবক গ্রেফতার

- আপডেট সময় : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে নম্বরবিহীন চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ মো. আব্দুল কাদির (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল কাদির বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল মতলিবের ছেলে।
গ্রেপ্তারকৃত আব্দুল কাদিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি উদ্ধারকৃত সিএনজিচালিত অটোরিকশাটি বর্তমানে গোয়াইনঘাট থানায় নেওয়া হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার ওসি কে. এম. নজরুল ইসলামের নেতৃত্বে গোয়াইনঘাট থানার এসআই মিহির চন্দ্র দাস ও এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার মধ্য রাতে উপজেলা সদরের গোয়াইনঘাট বাইপাস সিএনজি স্ট্যান্ডের পাশে অভিযান পরিচালনা করে চোরাইকৃত রেজিঃ বিহীন ১টি সিএনজিচালিত অটোরিকশাসহ আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত সিএনজির প্রকৃত মালিক এখনও সনাক্ত করা যায়নি।
এ ব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাটে অপরাধ দমনে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত রেজিঃবিহীন ১টি সিএনজিসহ আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।