লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মোঃ মুনছুর হেলাল, নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জে ফয়লায় অবস্থিত লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালন করা হয়েছে। কর্মসূচির প্রথম ধাপে অত্র ইনস্টিটিউট এর পক্ষ থেকে সকল শহিদদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ স্মৃতিস্মন্তে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্মসূচির দ্বিতীয় ধাপে অত্র প্রতিষ্ঠানের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ডাঃ প্রফুল্ল কুমার মজুমদার, স্বাদেচিপ ঝিনাইদহ জেলার সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ডাঃ মোঃ রবিউল ইসলাম (জুয়েল), ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাঃ অনন্য রায় অস্ত্র, পরিচালনা কমিটির সদস্য জামাল আহমেদ মিলন, পরিচালক (উন্নয়ন) মোঃ মাসুম বিল্লাহ, রিন্টু দাস, উইলিয়াম মন্ডল, সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচকবৃন্দ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও দূরদর্শীতা তুলে ধরে বলেন বঙ্গবন্ধু ছিলেন তুখোড় ও সুদূরদর্শী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তাঁর দক্ষ নেতৃত্বগুণের মধ্য দিয়ে বাংলাদেশকে এনে দিয়েছিলেন স্বাধীনতা। বাঙালি জাতির ইতিহাসের শৌর্য- বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন আজ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর মোঃ জাহিদুর রহমান।