মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪৩১ বঙ্গাব্দের সাধারণ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:২০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 7
ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারো মহালয়ার উৎসব সিলেটে সুষ্ঠুভাবে উদযাপিত হবে। মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪৩১ বঙ্গাব্দের আয়োজনে কার্যকরী পরিষদ গঠনকল্পে এক সাধারণ সভা গত ৮ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সিলেট নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী ঁবলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উত্তরা ব্যাংকের অব. জি.এম, সিলেটের বিশিষ্ট সমাজসেবী নিরেশ চন্দ্র দাশ উপরোক্ত কথা বলেন।
পরিষদের সভাপতি লেখক বিনয় ভূষণ তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার অরুন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্¦য়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, সিলেট শিক্ষা বোর্ডের অব. পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল, শাবিপ্রবি’র ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, সিলেট বিবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, পরিষদের যুগ্ম সন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, পরিষদের প্রাক্তন সভাপতি এ্যাপেক্সিয়ান চন্দন দাশ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস। শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন পরিষদের সহ সম্পাদক মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপদেষ্টা বিষ্ণু প্রসাদ ভট্টাচার্য্য, পৃষ্ঠপোষক এডভোকেট ফণী ভূষণ সরকার, শিক্ষক পাচু মোহন বিশ্বাস, ব্যাংকার মতিলাল মালাকার, দীপঙ্কর দেব, যুগ্ম সমন্বয়কারী ব্যবসায়ী নিধীর রঞ্জন সূত্রধর, সুসেন্দ্র চন্দ্র সরকার, অব. ব্যাংকার অশোক কুমার রায়, সহ সভাপতি এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু, কবি সুমন বনিক, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, অব. শিক্ষক সিতাংশু বিশ্বাস, স্বাস্থ্য সহকারী সত্যপ্রিয় দাস শিবু, অব. ব্যাংকার জ্যোতির্ময় দাশ যীশু, কবি তারেশ কান্তি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার দ্বীপক কুমার দাশ, সহ সম্পাদক এনজিও কর্মকর্তা মৃনাল কান্তি চৌধুরী মঞ্জু, রোটারিয়ান পীযুষ পুরকায়স্থ, রজত চক্রবর্ত্তী, কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সন্তোষ রঞ্জন পাল, মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, অধ্যাপক নিহার রঞ্জন রায়, রমা কান্ত গুপ্ত রূপু, অর্জ্জুন কুমার চক্রবর্ত্তী, এডভোকেট দীপন আচার্য্য, যীশু কৃষ্ণ দেব জনি, অব. ব্যাংকার রূপক ভট্টাচার্য্য, অব. শিক্ষক নরেশ চন্দ্র রায়, সংগীত শিল্পী প্রদীপ দে, অব. ব্যাংকার প্রণদীশ দেব, বিশ্বজিত চক্রবর্ত্তী সুমন, সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর দে চপল, সহ সাংগঠনিক সম্পাদক শিক্ষক ভানু চন্দ্র পাল, ব্যবসায়ী পরিমল দেব শর্ম্মা, অখিল সরকার, সুজিত কুমার দাস, শেখর চন্দ্র বোধ, সুশান্ত বনিক অপ্পি, রঞ্জিত দাশ, কোষাধ্যক্ষ এনজিও কর্মকর্তা হারাধন দেব প্রভাষ, সহ কোষাধ্যক্ষ অব. শিক্ষক হিমাংশু লাল গুণ, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ববিতা বর্মন, সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী, সহ সাংস্কৃতিক সম্পাদিকা সংগীত শিল্পী সীমা রাণী সরকার, আপ্যায়ন সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে পরিষদের ১৪৩২ বঙ্গাব্দের জন্য শিক্ষক স্বপন চক্রবর্ত্তী কে প্রধান সমন্বয়কারী, এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমুকে সভাপতি, ব্যাংকার দ্বীপক কুমার দাশকে সাধারণ সম্পাদক, চন্দ্র শেখর দে চপলকে সাংগঠনিক সম্পাদক ও হারাধন দেব প্রভাষকে কোষাধ্যক্ষ মনোনীত করে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।
পরিষদের পরবর্তী সভা আগামী ১৫ আগস্ট শুক্রবার একই স্থানে একই সময়ে অনুষ্ঠিত হবে।
সভায় সংশ্লিষ্ট সকল উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যকরী পরিষদের সদস্যদের আন্তরিক উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩২ বঙ্গাব্দের নবনির্বাচিত প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী, সভাপতি এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু ও সাধারণ সম্পাদক ব্যাংকার দ্বীপক কুমার দাশ। বিজ্ঞপ্তি