কোম্পানীগঞ্জ জমি নিয়ে মারামারিতে ৩জন আহত

- আপডেট সময় : ০৮:২২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৩ বার পড়া হয়েছে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৯ মে) সাড়ে ১১টায় উপজেলার পূর্বইসলামপুর ইউনিয়নের রাজনগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, আজিজুর রহমান শামীম (২৬), মিনহাজুর রহমান ইমন (২৪) ও মিনারা বেগম (৫০)। আহতদের পরিবারের সদস্য মোহাম্মদ রুহুল আমিন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বাদিপক্ষের সঙ্গে বিরোধে লিপ্ত রয়েছেন অভিযুক্তরা। তারা প্রায়ই অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন অভিযুক্তরা ধারালো অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।
হামলায় আজিজুর রহমান শামীম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হোন। এবং এসময় তার মা ও ভাই আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অভিযোগের তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার তৌহিদ জানান, মারামারি সংক্রান্ত অভিযোগপত্র আমরা পেয়েছি। এসংক্রান্ত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।