শিরোনাম
কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল কাদির আর নেই সিলামে ডাকাতি, লুন্টিত মালামাল উদ্ধারসহ পলাতকদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন জকিগঞ্জে পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তি খুন দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যানের নুর উদ্দিন আহমদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিনব্রিজ’র সংস্কার কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নের দাবীতে স্মারকলিপি কঠোর আন্দোলনের মাধ্যমে কাদিয়ানীদের অপতৎপরতা বন্ধ করা হবে: আল্লামা আব্দুল হামিদ রবিউল আউয়ালের তাৎপর্য ও করণীয় গোলাপগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার দক্ষিণ সুরমায় দাউপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত, থানায় অভিযোগ দক্ষিণ সুরমায় মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন

৫ দফা দাবিতে সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেট’র মানববন্ধন বুধবার

রিপোটারের নাম
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
দক্ষিণ নাগরিক কমিটি সিলেট’র মানববন্ধন বুধবার

সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ টেন্ডার প্রক্রিয়াধীন ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার-চন্ডিপুল-হুমায়ুন রশীদ চত্বর অংশের ৬ লেন পূণঃনির্মাণকাজ, মহাসড়কের লালাবাজার-সিলাম-পারাইরচক পর্যন্ত নতুন ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ অবিলম্বে শুরু, দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি ইউনিয়নের ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র আওতাধীন দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নকে সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্তিকরণ এবং সিলেটসহ সারাদেশে ন্যাক্কারজনক ধর্ষণ ঘটনায় সংশ্লিষ্ট দূর্বৃত্তদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৪ অক্টোবর বুধবার সকাল ১১টায় নগরির কিনব্রিজের দক্ষিণ প্রান্তে বাস টার্মিনাল রোডের মৌবন সুপার মার্কেটের সামনে থেকে ১ ঘন্টার এ কর্মসূচি শুরু হবে। গত (৭ অক্টোবর) বুধবার রাতে বঙ্গবীর রোডের লাউয়াইস্থ উপহার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং উপদেষ্টামন্ডলীর এক যৌথসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
নাগরিক কমিটি’র সভাপতি ও মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর মোঃ আজম খান’র পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদ্যপ্রাক্তন অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব-ই-জামিল। বক্তব্য রাখেন উপদেষ্টামন্ডলীর পক্ষে আলহাজ্ব মোনায়েম খান বাবুল, আলহাজ্ব কামাল উদ্দিন, আলহাজ্ব মোঃ জছির উদ্দিন দছু, নির্বাহী কমিটির পক্ষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মইনুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রইছ আলী, আলহাজ্ব মোঃ আমির উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, শিল্পপতি গোলাম হাদী ছয়ফুল, আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর খান, দেলওয়ার হোসেন রানা, মোঃ ছয়েফ খান, বাবুল হোসেন, আব্দুল হাই আজাদ বাবলা, ইমাদ উদ্দিন নাসিরী, লাহিন আহমদ রুয়েল, আশরাফুল ইসলাম এমরান, খন্দকার মহসিন কামরান, আববাস উদ্দিন জ্বালালী, মুহাম্মদ সোহেল রানা প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সৈয়দ মাহবুব-ই জামিল।
বক্তারা সিলেটসহ দেশের আইন-শৃংখলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতির উন্নতিতে সংশ্লিষ্ট প্রশাসনকে সময়োপযোগী এবং কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
সভার প্রস্তাবে ঘোষিত মানববন্ধন কর্মসূচি সফলের লক্ষ্যে সংগঠনের নীতি-নির্ধারণী পরিষদ ‘স্টিয়ারিং কমিটি’ শিগগির-ই বৈঠকে বসে চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভার শুরুতে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, বর্ষীয়ান সমাজসেবী আলহাজ্ব মোঃ গোলাম সোবহানী (ওলি মিয়া), কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম ও নির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব মোঃ জাহির মিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়। মরহুমদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সংগঠনের অন্যতম উপদেষ্টা আলহাজ্ব মোঃ বশির মিয়া, ইকবাল হোসেন কয়ছর, আলহাজ্ব মতছির আলী, সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মকবুল হোসেন মাখন, গোলাম হাফিজ লোহিত, হাবিব হোসেন চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ ফারুক মিয়াসহ অসুস্থদের সুস্থতা কামনা করা হয়। মরহুমদের রুহের মাগফেরাত এবং অসুস্থদের আশু সুস্থতা কামনায় মোনাজাত করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ