সিলেট নগরীর থেকে সুমন কুমার দাস (৩৬) নামের এক যুবক ১ মাস ধরে নিখোঁজ রয়েছেন। তিনি শাহপরাণ (রহ.) থানা এলাকার টিলাগড় গোপালটিলা-৫১নং বাসার বাসিন্দা। সুমন কুমার দাস সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়ের কেয়ারটেকার সত্য কুমার দাসের সব বড় ছেলে।
২০ জানুয়ারি বিকেল ৪টায় তিনি তার গোপালটিলাস্থ নিজ ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে ০৬ ফেব্রুয়ারি সুমন কুমার দাসের মা রত্না রানী দাস শাহপরান (রহ) থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। যাহার নং-২৯৭।
হারিয়ে যাওয়ার সময় সুমন কুমার দাসের পরনে ছিল চেক শার্ট ও চেক লুঙ্গি, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রঙ উজ্জল শ্যামলা, শারীরিক গড়ন হালকা পাতলা, মুখমন্ডল গোলাকার। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোনো হৃদয়বান ব্যক্তি সুমন কুমার দাসের সন্ধান পেলে উল্লেখিত থানা বা তার মায়ের মোবাইল নম্বরে (০১৭১০৮৮৯৩১৬) যোগযোগ করার জন্য অনুরোধ করা গেল।