বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
সিলেট নগরীর গোলাপবাগে প্রবাসীর বাসায় নাশকতা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে
সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার গোলাপবাগের ৭২নং তালাবদ্ধ বাসায় কে বা কারা নাশকতা চালিয়ে লক্ষ টাকা ক্ষতি সাধিত করেছে।
গত ২২ মার্চ বুধবার বাসার মালিক পক্ষের লোকজন নিয়ম মাফিক বাসা পরিষ্কার করতে গিয়ে বাসার তালাবদ্ধ গেইট খুলে ভেতরে গিয়ে দেখতে পান বাসার দুটি ব্যান্টিল্যাটার ভাঙ্গা ও ৫টি বাথ রুমের সিরামিক সেনিট্রেশন সামগ্রী ভাঙ্গা এবং স্টিল সামগ্রীগুলো খুলে নিয়ে গেছে। বাসাটিতে গত দু’মাস যাবৎ কেউ থাকে না।
ঘটনাটি সাথে সাথে শাহপরান থানা পুলিশকে অবগত করা হলে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায়। বাসার মালিক আমেরিকা প্রবাসী খলিলুর রহমান চৌধুরীকে বাসায় নাশকতার ঘটনা অবগত করলে তার নির্দেশে শাহপরান (রহ:) থানায় গত ২৪ মার্চ একটি সাধারণ ডায়ের করেন রুহুল ইসলাম মিঠু। জিডি নং- ৪২৮২।