সংবাদ শিরোনাম ::
সিলেট নগরীতে দুর্ধর্ষ চুরি
প্রতিনিধির নামঃ
- আপডেট সময় : ০৬:৫১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
রুহুল ইসলাম মিঠু, সিলেট জেলা প্রতিনিধি : সিলেট মহানগরীর দাঁড়িয়াপাড়াস্থ স্বরাজ ভবনের ভাড়াটিয়া বাসায় দুর্ধর্ষ চুরি
সংঘটিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে শুভেন্দু কুমার দাস পিকলুর বাসায় এই চুরির ঘটনা ঘটে। শুভেন্দু কুমার দাস পিকলু বলেন, প্রতিদিনের মতো আমরা রাতের খাবার খেয়ে ঘুমাতে যাই। মঙ্গলবার ভোরে সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পান আলমিরায় রাখা ২০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নেই। বাসার জানালার কাঁচ ভেঙ্গে লাটি দিয়ে দরজার ছিটকারি খুলে দেয় চোরেরা। এরপর ঘরে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে। চুরির ঘটনায় এ পর্যন্ত কোতোয়ালী থানায় এখনও অভিযোগ করতে কেউ যায়নি।