শিরোনাম
সিলেটের সকল নৌকা প্রার্থীদের অভিনন্দন জানিয়ে রাহেল সিরাজের নেতৃত্বে আনন্দ মিছিল সিলেট বিভাগে নৌকার মাঝিদের সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের অভিনন্দন গোলাপগঞ্জে মোবাইলে প্রাণনাশের হুমকী থানায় জিডি প্রহসনমূলক অবৈধ তফসিল বাতিলের দাবীতে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মেয়র আনোয়ারুজ্জামান তফসিল প্রত্যাখ্যান করে সিলেট নগরীতে বিএনপির বিক্ষোভ মিছিল গ্রাহক সেবা নিশ্চিতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উঠান বৈঠক মোগলাবাজার জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সন্তান পারভেজের খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বিএনপি, জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণ সুরমা আ’লীগের শান্তি সমাবেশ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:২৪ অপরাহ্ন

সিলেট নগরীতে তারাবির নামাজের ইমাম নিয়ে কথাবার্তার জের ধরে হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
আহত

বিজ্ঞাপন

সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের তৈয়বকামাল গ্রামে তারাবির নামাজের ইমাম নিয়ে কথা কাটাকাটির জের ধরে হামলায় ৩জন গুরুতর আহত হয়েছেন।  গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) জুমআর নামাজের পরে নগরীর ৪২নং ওয়ার্ডের তৈয়বকামাল জামে মসজিদে এই  হামলার ঘটনাটি ঘটে।

ঘটনার সূত্রে জানা যায়, মসজিদে রমজান মাসে তারাবির নামাজ পড়ানো নিয়ে শুক্রবার জুমার নামাজের পর সভা ছিল। সেখানে তারাবির নামাজের ইমাম রাখা নিয়ে কথাবার্তা হয়, একপর্যায়ে তৈয়বকামাল গ্রামের প্রায় ১০টি মামলার আসামী কুতুবউদ্দিন ও তার ছেলে সাইফ উদ্দিন, আলাউদ্দিনের সিকদারের ছেলে মিহাদ সিকদার ঐক্যবদ্ধভাবে ধারালো ছুরিসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মসজিদের বাইরে বের হওয়ার মূহুর্তে গোলাম কিবরিয়া সিকদার টুনু মিয়ার উপরে হামলা করে।

ছুরির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, তাকে বাঁচাতে এগিয়ে আসলে এই সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন ছেলে তানিম সিকদার ও শহিদ শিকদারের ছেলে বাদল সিকদার। হামলা থেকে নিভৃত করতে এগিয়ে আসলে গ্রামের বক্কর সহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং জিআর-৪০, ০৪-০৩-২০২৩ইং।

এ ঘটনায় এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই সন্ত্রাসী হামলায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ