সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৬৬৯ এর ইফতার মাহফিল গত ৪ মার্চ, ৩ রমজান মঙ্গলবার বিকালে সমিতির অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান শামীম।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসাইন আহমদ, দ্বীন ইসলাম, আব্দুস সোবাহান, বাহার উদ্দিন, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, মোবারক আলী, রাসেল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী চুনু মিয়া, শাজাহান মিয়া, লাল মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মহিবুর রহমান শামীম বলেন, পবিত্র মাহে রামজান মাসের রহমত, মাগফিরাত ও নাযাত প্রাপ্তিতে আল্লাহর হুকুম মেনে নামাজ, রোজা ও ইবাদত বন্দেগি করতে হবে। রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। তাই অন্যান্য মাসের চেয়ে উত্তম এমাস। তিনি বলেন, শুধু দুনিয়ার লাভের পিছনে ছুটলে চলবেনা জীবিকা নির্বাহের পাশাপাশি শ্রমিকদেকে আখেরাতের কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি