ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন ::
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুনঃ ০১৫৭২-৬৩১৭৪৫
বিজ্ঞপ্তিঃ ::
আমাদের পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ sylhetertimes24@gmail.com

সিলেটে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে বাসদের মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে সিলেট জেলা বাসদের (মার্কসবাদী) মিছিল।

সিলেটের টাইমস এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে মিছিল সমাবেশ করেছে সিলেট জেলার বাংলাদেশে সমাজতান্ত্রিক দল (বাসদ, মার্কসবাদী)। 

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল চারটার দিকে সিলেট শহিদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শতাধিক পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হয়।

বাসদ (মার্কসবাদী), সিলেট জেলার সাংগঠনিক কমিটির সমন্বয়ক কমরেড সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সদস্য সুমিত কান্তি দাসের পরিচালনায় মিছিলপরবর্তী সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সুহেল অধীর বাউরী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের আকাঙ্ক্ষা ছিল আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম কমে মানুষের হাতের নাগালে আসবে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখছি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে । আওয়ামী ফ্যাসিবাদী শাসনে যে বাজার সিন্ডিকেট ছিল, তা এখনো বহাল তবিয়তে আছে। এর বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং আইএমফের প্রেসক্রিপশনে নতুন করে শতাধিক পণ্যের ওপর ভ্যাট বসানো হয়েছে। যা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি। তাই দ্রুত শতাধিক পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহার করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘এই সরকারের ক্ষমতা গ্রহণের পর প্রধানতম কর্তব্য ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার করা। অথচ সে বিষয়ে সরকারের ন্যূনতম উদ্যোগ দেখা যাচ্ছে না। আবার আহতদের প্রতিদিন চিকিৎসার জন্য আন্দোলন আহাজারি করতে হচ্ছে। তাই আমরা দাবি করছি অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও আহতদের পুনর্বাসন করতে হবে। একইসঙ্গে দ্রুততম সময়ে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জরুরি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে বাসদের মিছিল সমাবেশ

আপডেট সময় : ০৮:০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে মিছিল সমাবেশ করেছে সিলেট জেলার বাংলাদেশে সমাজতান্ত্রিক দল (বাসদ, মার্কসবাদী)। 

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল চারটার দিকে সিলেট শহিদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শতাধিক পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হয়।

বাসদ (মার্কসবাদী), সিলেট জেলার সাংগঠনিক কমিটির সমন্বয়ক কমরেড সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সদস্য সুমিত কান্তি দাসের পরিচালনায় মিছিলপরবর্তী সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সুহেল অধীর বাউরী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের আকাঙ্ক্ষা ছিল আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম কমে মানুষের হাতের নাগালে আসবে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখছি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে । আওয়ামী ফ্যাসিবাদী শাসনে যে বাজার সিন্ডিকেট ছিল, তা এখনো বহাল তবিয়তে আছে। এর বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং আইএমফের প্রেসক্রিপশনে নতুন করে শতাধিক পণ্যের ওপর ভ্যাট বসানো হয়েছে। যা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি। তাই দ্রুত শতাধিক পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহার করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘এই সরকারের ক্ষমতা গ্রহণের পর প্রধানতম কর্তব্য ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার করা। অথচ সে বিষয়ে সরকারের ন্যূনতম উদ্যোগ দেখা যাচ্ছে না। আবার আহতদের প্রতিদিন চিকিৎসার জন্য আন্দোলন আহাজারি করতে হচ্ছে। তাই আমরা দাবি করছি অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও আহতদের পুনর্বাসন করতে হবে। একইসঙ্গে দ্রুততম সময়ে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জরুরি।’