শিরোনাম
কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল কাদির আর নেই সিলামে ডাকাতি, লুন্টিত মালামাল উদ্ধারসহ পলাতকদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন জকিগঞ্জে পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তি খুন দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যানের নুর উদ্দিন আহমদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিনব্রিজ’র সংস্কার কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নের দাবীতে স্মারকলিপি কঠোর আন্দোলনের মাধ্যমে কাদিয়ানীদের অপতৎপরতা বন্ধ করা হবে: আল্লামা আব্দুল হামিদ রবিউল আউয়ালের তাৎপর্য ও করণীয় গোলাপগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার দক্ষিণ সুরমায় দাউপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত, থানায় অভিযোগ দক্ষিণ সুরমায় মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন

সিলেটে গণসমাবেশ সফলে যুবদলকে প্রস্তুত থাকতে হবে: এড. মোমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
এড. মোমিন

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, যেখানে জাতীয়তাবাদী বিএনপি বিভাগীয় গণসমাবেশ ডেকেছে সেখানেই সরকার প্রতিহত করতে নানা পন্থা অবলম্বন করেছে। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। দেশের আপামোর জনতা ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ তা বুঝিয়ে দিয়েছে।

তিনি বলেন, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় গণসমাবেশ সফলে যুবদলের প্রত্যক নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। যে কোন ধরনের বাধা-বিপত্তি আসুক না কেন, শান্তিপূর্নভাবে তা প্রতিহত করতে হবে।

তিনি সোমবার (৬ নভেম্বর) বিকেলে আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফলে জৈন্তাপুর উপজেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবির উদ্দিন।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জায়েদ খান, জিএম সফিক, সেলিম আহমদ, আজমল হোসেন, নাসির উদ্দিন, নাজমুল হক ইয়াহিয়া, আব্দুর রউফ দুলাল, সদস্য সুরমা উপলেজা যুবদলের যুগ্ম আহবায়ক শায়েল শাহ, রায়হান আলম, নাজির উদ্দিন, হুমায়ুন রশিদ, সদস্য নুরুল হক, আহমদ আলী, শাহজাহান। এছাড়াও ৬টি ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ জৈন্তাপুর ও দরবস্ত বাজারে লিফলেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ