শিরোনাম
আবহাওয়া বিপর্যয় : ইসলাম ও  আধুনিক বিজ্ঞানীদের দর্শন সিলেটে লোহার পাইপ মাথায় পড়ে সেনাসদস্য নিহত শিক্ষাক্ষেত্রে কোম্পানীগঞ্জকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে: মেয়র আরিফ নড়াইলের লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা শাল্লায় ৮ লক্ষ টাকার কারেন্ট জাল জাল পুড়িয়েছে প্রশাসন কুলাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে আ.লীগ নেতার একাধিকবার ধর্ষণ সুপরিকল্পিত উন্নয়নের জন্য আনোয়ারুজ্জামানকে বিজয়ী করতে হবে: মো: জাকির হোসেন  গোলাপগঞ্জে মাদ্রাসার ছাদ ধসে পড়ে ৩ শিক্ষার্থী আহত কুলাউড়ায় পেনশনের টাকার জন্য স্বামীকে হত্যা, ঘাতক স্ত্রী-সন্তানসহ ৪ জন আটক সিলেট নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহপরিচারিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ১
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:৪২ অপরাহ্ন
add

সামাজিক সম্প্রীতি সমাবেশে বক্তারা ‘রক্তাক্ত প্রাণপ্রিয় মাতৃভূমিকে কলঙ্কিত হতে দিতে পারি না

রিপোটারের নাম
প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

সিলেট অফিসঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেছেন, ‘৩০ লাখ মুক্তিকামী মানুষের রক্তাক্ত প্রাণপ্রিয় মাতৃভ‚মিকে কিছুসংখ্যক কুলাঙ্গারের অপকর্মে কলঙ্কিত হতে দিতে পারি না। সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বশক্তি দিয়ে কুচক্রিদের প্রতিরোধ করবো। আমাদের মনে রাখতে হবে, আমরা মানুষ। আর পবিত্র ধর্মগ্রন্থে বলা হয়েছে, সৃষ্টির সেরা জীব মানুষ। তাই আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দিয়ে নিজেদের খাটো করতে পারি না।

গতকাল (১৯ সেপ্টেম্বর) সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউএনও নুসরাত লায়লা নীরা। উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, মোগলাবাজার থানার ওসি সামছুদ্দোহা পিপিএম, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, ইমাম সমিতির নেতা ও উপজেলা মডেল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুছ আলী, জেলা প‚জা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরুণ দেবনাথ সাগর, সাংগঠনিক সম্পাদক শৈলেন কুমার কর, উপজেলা প‚জা উদযাপন কমিটির সভাপতি মনমোহন দেবনাথ, সাধারণ সম্পাদক বিশ্বজিত দাস, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা ছাত্রলীগের ধর্ম সম্পাদক আহসান হাবিব জাবেদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইউনুস আলী এবং গীতা পাঠ করেন রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত।

এরআগে এক বিশাল র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে খালেরমুখ বাজার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে সভাপতিা বক্তব্য রাখছেন ইউএনও নুসরাত লায়লা নীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ