শেখ হাসিনার কর্মী হয়ে বাবার মত আমৃত্যু আপনাদের জন্য কাজ করতে চাই: ডা. শিপলু
- আপডেট সময় : ০৬:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ৪১ বার পড়া হয়েছে
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সিলেটের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে বিশিষ্ট চিকিৎসক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু ছড়ারপাড়, মাছিমপুর, কামালগড়, চালিবন্দর ও কাষ্ঠঘর এলাকাবাসীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ তারাবিহ বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডা. শিপলু বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী হয়ে বাবার মত আমৃত্যু আপনাদের জন্য কাজ করতে চাই। আমার বাবা আপনাদের সহযোগিতা ও ভালবাসা নিয়ে এই নগরী ও সম্মানিত নাগরিকদের উন্নয়নে সাধ্যমত কাজ করেছেন।
নগরবাসীর ভালবাসা ও সমর্থন নিয়ে আমার বাবা পূন্যভূমি সিলেটের খাদেম হয়ে কাজ করেছেন। জীবনের শেষ সময় পর্যন্ত আব্বা বঙ্গবন্ধুর আদর্শের এক সৈনিক হয়ে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ও একনিষ্ঠ কর্মী হয়ে মানুষের জন্য কাজ করেছেন। আমি সুযোগ পেলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সমৃদ্ধ উন্নত ও স্মার্ট দেশ গঠনের ধারাবাহিকতায় সিলেটকে আধ্যাত্মিক, নান্দনিক, উন্নত ও স্মার্ট সিলেট হিসেবে গড়ে তুলতে চাই।
সিরাজুল ইসলাম শামীমাের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রহমান এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা লুতফুর রহমান উসমানী। প্রবীন মুরুব্বিয়ান, ব্যবসায়ী প্রতিনিধি গন, যুব সমাজের প্রতিনিধিগন, ছাত্র সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।