লালাবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
- আপডেট সময় : ০৪:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ৫ বার পড়া হয়েছে
দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ৯ মার্চ বৃহস্পতিবার বিকালে লালাবাজারস্থ একটি মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারী’র সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা রিয়াজ মিয়ার পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সহ সভাপতি রাজ্জাক হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম।
সম্মেলন উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সবাপতি দেলওয়ার হোসেন রানা। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য আছাফ আহমদ, খলিলুর রহমান, লায়েক আহমদ জিকু, উপজেলা যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম আহমদ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুস সালাম, শাহ মকদ্দস আলী, চুনু মিয়া, রুশন আলী, রুপন আহমদ, আবুল হাসান বাবুল, ইসলাম মিয়া, মিছবা আহমদ, বেলাল মেম্বার, কাদির আহমদ মেম্বার, যুবলীগ নেতা আলী হোসেন, ছাত্রলীগ নেতা আনহাজ প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ধন মিয়াকে সভাপতি ও ফজর আলীকে সাধারণ সম্পাদক করে লালাবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়।