ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন ::
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুনঃ ০১৫৭২-৬৩১৭৪৫
বিজ্ঞপ্তিঃ ::
আমাদের পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ sylhetertimes24@gmail.com

রাস্তার মাঝখানে দেয়াল, যা বললো সিটি করপোরেশন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট মহানগরীর মজুমদারপাড়ায় জন চলাচলের একটি রাস্তা ওপর বাউন্ডারি ওয়াল নির্মাণ করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গত কয়েক দিন ধরে প্রতিবেশীদের বাঁধা উপেক্ষা করে রাস্তাটির ওপর ওয়াল নির্মাণের কাজ করে যাচ্ছে।

গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শাহপরাণ থানাধিন নগরীর ২০নং ওয়ার্ডের ২৬ সি, মজুমদারপাড়া নিবাসী আমিরুল ইসলাম এর ছেলে সাইদ আহমদ ও মঞ্জুর আহমদ বিধিবহির্ভূতভাবে সিলেট সিটি কর্পোরেশনের রাস্তার উপর বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করেন। প্রতিবেশি হাজী মোঃ আব্দুল হান্নান মেয়ে মাছুমা আক্তার শিরিন ও ছেলে কামরুজ্জামান মজনু সহ এলাকাবাসী নির্মাণ কাজে বাঁধা দেন। তাদের বাঁধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যান। তখন এলাকাবাসী বিষয়টি শাহপরাণ থানাকে অবগত করলে একদল পুলিশ ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ঘটনাস্থলে এসে নির্মাণ কাজ বন্ধ রাখা ও শাস্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। এরপরও তারা রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে গেলে এলাকাবাসী বাধ্য হয়ে বিষয়টি সিলেট সিটি কর্পোরেশনকে অবগত করেন।

সিসিকের রাস্তার ওপর বাউন্ডারী ওয়াল নির্মাণে বিষয়টি অবগত হওয়ার পর সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শাহপরাণ থানাধিন নগরীর ২০নং ওয়ার্ডের ২৬ সি, মজুমদারপাড়া নিবাসী আমিরুল ইসলাম এর ছেলে সাইদ আহমদ ও মঞ্জুর আহমদ-কে বাউন্ডারী ওয়াল অপসারণ করার জন্য গত ১০ ফেব্রুয়ারী-২০২৫, সোমবার নোটিশ করেন।

নোটিশ সূত্রে জানা যায়, নগরীর ২০নং ওয়ার্ডের ২৬ সি, মজুমদারপাড়া নিবাসী আমিরুল ইসলাম এর ছেলে সাইদ আহমদ ও মঞ্জুর আহমদ বিধিবহির্ভূতভাবে সিলেট সিটি কর্পোরেশনের রাস্তার উপর বাউন্ডারী ওয়াল নির্মাণ করেছেন। যা ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬-এর পরিপন্থি।

এমতাবস্থায়, নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে বিধিবহির্ভূতভাবে নির্মিত বাউন্ডারী ওয়াল নিজ খরচে অপসারণ করার জন্য অনুরোধ করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশল। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর ৩ (খ), ১ (খ) ধারা মোতাবেক সিটি কর্পোরেশন হতে বিধিবহির্ভূত বাউন্ডারী ওয়াল অপসারণ করা হবে এবং এতদুদ্দেশ্য ব্যয়িত অর্থ সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ১৭.১ (৩য় তফসীল) ধারা অনুযায়ী আরোপিত কর হিসাবে তাদের নিকট হতে আদায় করা হবে।

নোটিশের অনুলিপি সিলেট সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব), এস.এম.পি. সিলেটের পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, শাহপরাণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রশাসক মহোদয়ের সদয় জ্ঞাতার্থে প্রশাসক মহোদয়ের একান্ত সচিব-কে দেয়া হয়েছে।

নোটিশ পাওয়ার পরও এখন পর্যন্ত বিধিবহির্ভূতভাবে নির্মিত বাউন্ডারী ওয়াল অপসারণ করা হয়নি।

এ প্রতিবেদক ঘটনাস্থল পরিদর্শন সময় মজুমদারপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী আব্দুস শুকুর মনির জানান, তারা বিধিবহির্ভূতভাবে রাস্তা জায়গা দখল করে বাউন্ডারী ওয়াল নির্মাণ শুরু করলে, আমি ও এলাকাবাসী তাদেরকে এ কাজ না করার অনুরোধ করি। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত না করে রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে যায়।

এ সময় সোনালী যুব সংঘের সভাপতি নজমুল, মোহাম্মদ সাইফুল আলম, সাহেদ আহমদ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাস্তার মাঝখানে দেয়াল, যা বললো সিটি করপোরেশন

আপডেট সময় : ০৪:৪১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

সিলেট মহানগরীর মজুমদারপাড়ায় জন চলাচলের একটি রাস্তা ওপর বাউন্ডারি ওয়াল নির্মাণ করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গত কয়েক দিন ধরে প্রতিবেশীদের বাঁধা উপেক্ষা করে রাস্তাটির ওপর ওয়াল নির্মাণের কাজ করে যাচ্ছে।

গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শাহপরাণ থানাধিন নগরীর ২০নং ওয়ার্ডের ২৬ সি, মজুমদারপাড়া নিবাসী আমিরুল ইসলাম এর ছেলে সাইদ আহমদ ও মঞ্জুর আহমদ বিধিবহির্ভূতভাবে সিলেট সিটি কর্পোরেশনের রাস্তার উপর বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করেন। প্রতিবেশি হাজী মোঃ আব্দুল হান্নান মেয়ে মাছুমা আক্তার শিরিন ও ছেলে কামরুজ্জামান মজনু সহ এলাকাবাসী নির্মাণ কাজে বাঁধা দেন। তাদের বাঁধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যান। তখন এলাকাবাসী বিষয়টি শাহপরাণ থানাকে অবগত করলে একদল পুলিশ ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ঘটনাস্থলে এসে নির্মাণ কাজ বন্ধ রাখা ও শাস্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। এরপরও তারা রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে গেলে এলাকাবাসী বাধ্য হয়ে বিষয়টি সিলেট সিটি কর্পোরেশনকে অবগত করেন।

সিসিকের রাস্তার ওপর বাউন্ডারী ওয়াল নির্মাণে বিষয়টি অবগত হওয়ার পর সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শাহপরাণ থানাধিন নগরীর ২০নং ওয়ার্ডের ২৬ সি, মজুমদারপাড়া নিবাসী আমিরুল ইসলাম এর ছেলে সাইদ আহমদ ও মঞ্জুর আহমদ-কে বাউন্ডারী ওয়াল অপসারণ করার জন্য গত ১০ ফেব্রুয়ারী-২০২৫, সোমবার নোটিশ করেন।

নোটিশ সূত্রে জানা যায়, নগরীর ২০নং ওয়ার্ডের ২৬ সি, মজুমদারপাড়া নিবাসী আমিরুল ইসলাম এর ছেলে সাইদ আহমদ ও মঞ্জুর আহমদ বিধিবহির্ভূতভাবে সিলেট সিটি কর্পোরেশনের রাস্তার উপর বাউন্ডারী ওয়াল নির্মাণ করেছেন। যা ইমারত নির্মাণ বিধিমালা, ১৯৯৬-এর পরিপন্থি।

এমতাবস্থায়, নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে বিধিবহির্ভূতভাবে নির্মিত বাউন্ডারী ওয়াল নিজ খরচে অপসারণ করার জন্য অনুরোধ করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশল। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর ৩ (খ), ১ (খ) ধারা মোতাবেক সিটি কর্পোরেশন হতে বিধিবহির্ভূত বাউন্ডারী ওয়াল অপসারণ করা হবে এবং এতদুদ্দেশ্য ব্যয়িত অর্থ সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ১৭.১ (৩য় তফসীল) ধারা অনুযায়ী আরোপিত কর হিসাবে তাদের নিকট হতে আদায় করা হবে।

নোটিশের অনুলিপি সিলেট সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব), এস.এম.পি. সিলেটের পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, শাহপরাণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রশাসক মহোদয়ের সদয় জ্ঞাতার্থে প্রশাসক মহোদয়ের একান্ত সচিব-কে দেয়া হয়েছে।

নোটিশ পাওয়ার পরও এখন পর্যন্ত বিধিবহির্ভূতভাবে নির্মিত বাউন্ডারী ওয়াল অপসারণ করা হয়নি।

এ প্রতিবেদক ঘটনাস্থল পরিদর্শন সময় মজুমদারপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী আব্দুস শুকুর মনির জানান, তারা বিধিবহির্ভূতভাবে রাস্তা জায়গা দখল করে বাউন্ডারী ওয়াল নির্মাণ শুরু করলে, আমি ও এলাকাবাসী তাদেরকে এ কাজ না করার অনুরোধ করি। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত না করে রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে যায়।

এ সময় সোনালী যুব সংঘের সভাপতি নজমুল, মোহাম্মদ সাইফুল আলম, সাহেদ আহমদ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।