রমজানের পবিত্রতা রক্ষাসহ বিভিন্ন দাবীতে সিলেট মহানগর খেলাফত মজলিসের মিছিল সমাবেশ
- আপডেট সময় : ০৬:০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ৫১ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সকল গ্রেফতারকৃত আলেম উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবিসহ বিভিন্ন দাবিতে খেলাফত মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে শুক্রবার (৩১ মার্চ) নগরীর কোর্ট পয়েন্টে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাদ জুম’আ সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তি বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে রাখেন, খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।
সভাপতির বক্তব্যে হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, “মাহে রমজান হচ্ছে তাক্বওয়া অর্জনের মাস। রোজাদাররা দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে সাহরি ও ইফতার গ্রহণে হিমশিম খাচ্ছেন।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অধিক মূল্যে খেটে খাওয়া দিনমজুর মানুষ অসহায় হয়ে পড়েছে। অবিলম্বে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।”
সংগঠনের সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা রওনক আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা মখলিসুর রহমান, মহানগর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক- মুহাম্মদ আব্দুস শহীদ, সহ-বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক- তৌফিকুল ইসলাম ছাব্বির, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মঞ্জুরে মাওলা, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওসার আহমদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, প্রচার সম্পাদক আফজাল হুসাইন কামিল, ইসলামী যুব মজলিস সিলেট মহানগরী আহবায়ক হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসান, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর সভাপতি লিটন আহমদ জুম্মান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ প্রমুখ।