মান্দায় মণ্ডপে মণ্ডপে নগদ অর্থ উপহার দিলেন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডা, ইকরামুল বারী টিপু

- আপডেট সময় : ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে নগদ অর্থ উপহার দিচ্ছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু। শুক্রবার (১১ অক্টোবর) সারাদিন মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করে এ নগদ অর্থ মন্দির কমিটির কাছে উপহার দেন তিনি।
এ সময় তিনি বলেন, আপনারা নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালন করবেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ দেশে কোন ধরণের বৈষম্য থাকবে না। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত। এই বাংলাদেশ আপনার-আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রত্যেক নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, আর এটাই বিএনপির নীতি।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, যুবদল নেতা মামুনুর রশিদ মামুন , সাত নম্বর ওয়ার্ডের বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলি আকবর, ১১ নাম্বার কালিকাপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কইম উদ্দিন, মমিন মোল্লা, শরিফ উদ্দিন, রাকিব, প্রমুখ।