বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে
মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার সময় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের টিটিহারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর (৪৫) টিটিহারি গ্রামের মৃত নছের উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, নিহত আব্দুল গফুর তার নিজ বাড়ীতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত সক লেগে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোজাম্মেল হক কাজী বলেন, নিহত আব্দুল গফুর তার নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক শর্ট-সার্কিটে তার মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।