বাগমারায় পরকীয়ার জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন | Sylheter Times
- আপডেট সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
রাজশাহীর বাগমারা উপজেলায় নরদাশ ইউনিয়নের হাট মাধনাগরে বিয়ের দাবিতে মোছাঃ মরিয়ম আক্তার ( শান্তা) (২০) নামের এক গৃহবধূ পরকীয়ার জেরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে। মঙ্গলবার (২ জুলাই ২০২৪ ) বাগমারা উপজেলার হাটমাধনাগর গ্রামে এ ঘটনা ঘটে।
মোছাঃ মরিয়ম আক্তার (শান্তা) ও তার প্রেমিক শফিকুল ইসলামের বাড়ী একই গ্রামে। শফিকুল ইসলাম ওই গ্রামের খোরশেদ আলীর ছেলে। প্রেমিকা মরিয়ম আক্তার (শান্তা) ওই গ্রামের বাবুল হোসেন মেয়ে। তিন বছর পূর্বে মোছাঃ মরিয়ম আক্তার (শান্তার) বিবাহ হয়েছে। হাটগাঙ্গোপাড়া বাজারের জৈনিক ব্যক্তির সঙ্গে সেখানে তার বর্তমান স্বামী রয়েছে।
মোছাঃ মরিয়ম আক্তার (শান্তা) জানান, দীর্ঘ ৮ বছর ধরে তাদের পরকীয়ার সম্পর্ক হয়েছে। দফায় দফায় শারীরিক সম্পর্ক ও হয়েছে তাদের মধ্যে। শফিকুল ইসলাম বিয়ে করবে বলে আসতে বলে তার বাড়ীতে। সে এখন বাড়ী থেকে পালিয়ে গিয়েছে। একারণে তিনি দুপুর থেকে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। এসময় শফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।