সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩০ এপ্রিল) বিকাল ৫টার দিকে পৌরসভার দোওজ’র ঐতিহ্যবাহী নাগবাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।
আগুন লাগার প্রায় ত্রিশ মিনিটের মধ্যেই দোওজের ঐতিহ্যবাহী নাগবাড়ির স্বর্গীয় সুবোধ নাগের প্রায় শতবর্ষের বসতভিটা পুড়ে ভস্ম হয়ে গেছে।
স্থানীয় লোকজনের সহযোগীতায় ও দিরাই ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তার আগেই ছাই হয়ে যায় স্বপন নাগের বসতঘরটি।
দিরাই ফায়ার সার্ভিস ইনচার্জ মুছা ভুইয়া জানান, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত। এতে আনুমানিক ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।