সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর থেকে সামাল আহমদ নামক ব্যক্তির ব্যবহৃত মেট্রো সিটি ফ্রিডম রয়েল ইএস-২০১২ মডেলের সিলেট হ-১৩ ৬২৫৫ নাম্বার মটর সাইকেলর কাগজপত্র হারিয়েছে। এ ব্যপারে সামাল আহমদ বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং- ১৩৭৩, তারিখ- ২২/০২/২০২৩ খ্রিঃ।
জিডি সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা দাউদপুর গ্রামের আকমল আলীর ছেলে সামাল আহমদ গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মোগলাবাজার থানাধিন পূর্ব দাউদপুর মোড় হতে খালোমুখ বাজারে যাতায়াতের সময় অসাবধানতা বশতঃ সামাল আহমদের মটর সাইকেলর কাগজপত্র হারিয়েছে।
সম্ভাব্য স্থানে খোঁজে না পেয়ে মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরী করেছেন। যদি কোন সুহৃদ ব্যক্তি উক্ত মটর সাইকেলর কাগজপত্র পেয়ে থাকেন, তাহলে সামাল আহমদ, মোবাইল ০১৭১৯ ৩৫১১৮১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে। হারানো কাগজের সন্ধানদাতাকে সম্মানের সাথে পুরস্কৃত করা হবে।