সিলেটের দক্ষিণ সুরমায় রেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে এক সিএনজি অটোরিকশা। এসময় সিএনজি চালক ট্রেনের চাপায় গাড়িতেই আটকা পড়েন। বৃহস্পতিবার (১৫ জুন) রাত নয়টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দক্ষিণ সুরমার মারকাজ সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ইঞ্জিনের সাথে সিএনজি অটোরিকশাটি ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
এসময় অটোরিকশার চালক গাড়িতে আটকা পড়েন। আধঘন্টা চেষ্টার পর দক্ষিণ সুরমা থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় সিএনজি চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।