বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
তাহিরপুরে ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাই নিহত

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে
টিউবওয়েল ব্যবহারে বাধার জের ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের পুরানহাটিতে আপন ছোট ভাইয়ের পাথরের আঘাতে বড় ভাই খোরশেদ আলম (৩৮) নিহত হয়েছেন। তার বাবার নাম কনাই মিয়া।
রোববার (২৬ মার্চ) দুপুরে ঘটনার পরপরই অভিযুক্ত ছোট ভাই আশরাফুল আলমকে (৩৫) আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া জানান, নিহত খোরশেদ আলম নিজ বাড়ির পাশের টিউবওয়েলে পারিবারিক কাজে গেলে তার আপন ছোট ভাই আশরাফুল আলম বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
পরে রেগে গিয়ে আশরাফুল টিউবওয়েলের পাশে থাকা পাথর দিয়ে বুকে আঘাত করেন। এক পর্যায়ে খোরশেদ আলম মাটিতে পড়ে গেলে পরিবারের লোকজন তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য-কমেপ্লেক্সে নিয়ে যান। তখন কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী বলেন, আমি ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় নিহত খোরশেদ আলমের ছোট ভাই আশরাফুল আলমকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।