শিরোনাম
অসুস্থ আলহাজ্ব সৈয়দ মকবুল হোসেন মাখন মিয়ার শয্যাপাশে সদর দক্ষিণ নাগরিক কমিটি’র নেতৃবৃন্দ লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে কক্সবাজারে সামরাই খাল উদ্ধারে পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন ও বিশ্ব পানি দিবস পালিত চৈত্রের বৃষ্টি, আমের জন্য আশীর্বাদ না অভিশাপ ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী রানী মুখার্জীর শুভ জন্মদিন আজ মা’গো———- ওও —————মা’গো নবীগঞ্জে বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন (সেলিম) এর দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিরাজগঞ্জের পাঙ্গাঁসীতে সরকারি রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের তদন্ত করলেন উপজেলা এসিল্যান্ড সাইবার ট্রাইব্যুনাল মামলায় সাংবাদিক মশাহিদ আহমদ কারাগারে সিরাজগঞ্জে র‌্যাব-১২এর অভিযানে ৩৫০ বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

জগন্নাথপুর শিক্ষা অফিস সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
আব্দুল কুদ্দুস

বিজ্ঞাপন

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারি আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে স্কুল শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, আরও নানা অনিয়মের পাশাপাশি ভুয়া বাউচার বানিয়ে অফিসের টাকা উত্তোলনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকাকে দীর্ঘদিন ধরে শিক্ষা অফিসের অফিস সহকারি আব্দুল কুদ্দুস বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছে। অভিযোগ পাওয়ার পর ঘটনায় তদন্তে বুধবার (৩ মে) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভিকটিম সহকারি শিক্ষিকা বলেন, ‘আমাকে সে দীর্ঘদিন ধরে নানাভাবে মোবাইলে মেসেজ ও ফোনে কুপ্রস্তাব করে আসছে। আমি তার কথায় রাজি না হওয়ায় সে আমার চাকরি খেয়ে ফেলবে বলেও হুমকি দিচ্ছে। আমি নিরুপায় হয়ে গত ০২ মে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছি।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন লালন বলেন, ‘একজন সহকারি শিক্ষিকা অভিযোগ করেছে। আমরা তদন্ত কমিটি করে দিয়েছি।’

উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও তদন্ত কমিটির সদস্য রাপ্রমাই মারমা বলেন, ‘একজন সহকারি শিক্ষিকার সাথে একটা জামেলা হয়েছে। আমাকে তদন্ত কমিটিতে রাখা হয়েছে।’

তদন্ত কমিটির প্রধান এলজিডি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘সহকারি শিক্ষিকার অভিযোগে আমাকে প্রধান করে তিন সদস্য কমিটির করা হয়। আগামীকাল তদন্ত কাজ শুরু হবে।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তিন সদস্যবিশিষ্ট কমিটি করে দিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’ অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে শিক্ষক ও এলাকাবাসির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসি বলেন, ‘আমরা ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য বিদ্যালয়ে পাঠাই। কিন্তু প্রাথমিক শিক্ষা অফিসে দুর্নীতি ও যৌন হয়রানী হয় জানতাম না। এমন কর্মকাণ্ডে হতবাক ও লজ্জিত। আমরা তার বিচার চাই।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান বলেন, ‘আজ তাকে তাহিরপুর স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তদন্তে অভিযুক্ত প্রমাণিত হলে বিভাগীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।’ অভিযোগের বিষয়ে জানতে অফিস সহকারী আব্দুল কুদ্দুস সাথে মোবাইলে একাধিকবার কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ