সংবাদ শিরোনাম ::
জকিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:৫১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৭ বার পড়া হয়েছে
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তায় এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, দরিয়াপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে এরশাদ আহমদ (২২) ও বারগাত্তা গ্রামের কুরমান আলীর ছেলে খালেদ আহমদ (২৫)।
জকিগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন জানান, ২৯ জানুয়ারি বাড়ী ফেরার পথে মাদ্রাসার শিশুকে কদুরবাজার সংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এই দুই যুবক।
তিনি বলেন, ধর্ষণের ঘটনায় জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হলে, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ঘটনায় জড়িত ওই দুই যুবককে গ্রেফতার করেন।