বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
ছাতকে পরিবেশ দূষণের প্রতিবাদ করায় হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে
ছাতক উপজেলার চেচান বাজারের শাহবাড়ী বাউর ঘনবসতিপূর্ণ এলাকায় অপরিকল্পিত ভাবে নাফিজা ডেইরী খামার স্থাপনের ফলে আশপাশের প্রতিবেশের হাজার খানেক মানুষ পরিবেশ দূষনের শিকার হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদ করায় খামার মালিক মৃত শাহ রহিম আলমের ছেলে শাহ শফিকুল আলম গত ২ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় ঘটনাস্থলে একই এলাকার শাহ বাদরুল কে দেখে নেয়ার হুমকি দিয়ে আর বাড়াবাড়ি না করতে শাসিয়ে যান।
হুমকিতে আতংকগ্রস্থ হয়ে শাহ বাদরুল আলম গত ৩রা আগষ্ট ছাতক থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নম্বর ১৬৬।
সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, নাফিসা ডেইরী খামারটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। খামারটি প্রতিষ্টার সময় পরিবেশ প্রতিবেশের বিষয়টি ভেবে দেখা হয়নি। পরিবেশের নিয়ম-নীতি না মেনে খামারটি ঘনবসতিপূর্ণ এলাকায় প্রতিষ্ঠা করার কারণে দীর্ঘদিন থেকে বাতাস ও পরিবেশ দুষিত হচ্ছে।
এর ফলে এলাকার মানুষের মাথা ব্যাথা, জ্বর, সর্দি, বমি ও এলার্জি প্রভৃতি রোগ দেখা দিয়েছে। খামারের বর্জ্য এলাকার নালা-নর্দমায় জমে থাকায় মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। পয়নিষ্কাশ ব্যবস্থা ব্যহত হচ্ছে।
বিষয়টি খামার মালিক শাহ শফিকুল আলমকে অবিহত করলে তিনি শাহ বদরুল আলমকে বাড়াবাড়ি না করতে হুমকী দিয়ে শাসিয়ে দেন।