বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
গোলাপগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:৫৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত ছয়ফুল মিয়া (২৮) কে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছয়ফুল বিয়ানীবাজার উপজেলার নন্দিরফল গ্রামের মৃত ফজলুর রহমান ছেলে।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার নেতৃত্বে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার হেফাজত থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধ একাধিক মামলা রয়েছে। সে ওইসব মামলার পলাতক ও পরোয়ানাভূক্ত আসামী। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।