ক্ষণজন্মা ও অদম্য সাহসী জনপ্রতিনিধি ছিলেন এমপি মাহমুদ-উস-সামাদ —— সাবেক সচিব সৈয়দ জামিল
- আপডেট সময় : ০৬:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ৬৬ বার পড়া হয়েছে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র উপদেষ্টা সৈয়দ মাহবুব-ই জামিল বলেছেন, এলাকার উন্নয়নের ক্ষেত্রে আপোষহীন, জনকল্যাণে নিবেদিত, অদম্য সাহসী, ক্ষণজন্মা জনপ্রতিনিধি ছিলেন সিলেট-৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী। তিনি আমাদের দক্ষিণ সুরমা উপজেলাসহ সিলেট-৩ আসনভূক্ত ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার সামগ্রিক উন্নয়নেও নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। মরহুম মাহমুদ-উস-সামাদ চৌধুরীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এই আসনের যে কোন উপজেলার স্থায়ী কোন ব্যক্তিত্বকে এর দায়িত্ব দিতে হবে, যিনি সিলেট-৩ আসনের উন্নয়নের ব্যাপারে আন্তরিক।
গত (৩ এপ্রিল) শনিবার রাতে নগরির স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সিলেট-৩ আসনের সদ্যপ্রয়াত এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী ও সংগঠনের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘স্টিয়ারিং কমিটি’র অন্যতম সদস্য, মোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক সোহেলের অকাল মৃত্যুতে সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মাহবুব-ই জামিল উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মালেক তালুকদার, স্টিয়ারিং কমিটির সদস্য খন্দকার মহসিন কামরান, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ লায়েক মিয়া, দপ্তর সম্পাদক মোঃ ছয়েফ খান, ত্রাণ সম্পাদক মোঃ নজরুল হোসেন, পরিবেশ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহিদ, সহ-পরিবেশ সম্পাদক সাংবাদিক সাহাদ উদ্দিন দুলাল, সহ-কৃষি সম্পাদক খলিল মিয়া, সহ-শিল্প ও শ্রম সম্পাদক শাহ মোঃ এখলাছ মিয়া প্রমুখ। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ভার্থখলা সিফাত উল্লাহ জামে মসজিদের সহ-ইমাম হাফেজ মাওলানা বুরহান উদ্দিন আহমদ। পরে তবরক বিতরণ করা হয়।