কানাইঘাটে ৬ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে
সিলেটের কানাইঘাট উপজেলার নারাইনপুর আগফৌদ গ্রামে ৬ সন্তানের জননী মাসুদা বেগম (৪৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) ইফতারের প্রায় আধঘন্টা পূর্বে নারাইনপুর গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী মাসুদা বেগমের গলায় ওড়না প্যাঁচানো লাশ রান্নাঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে কানাইঘাট থানা পুলিশকে খবর দেয়া হলে থানার এস.আই আব্দুল জলিল রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মাসুদা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা বলেন, মাসুদা বেগমের ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তার স্বামী ইসলাম উদ্দিন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। মাসুদা বেগমের সাথে তার স্বামী ইসলাম উদ্দিনের পারিবারিক ঝগড়াঝাঁটি সবসময় লেগে থাকত বলে তারা জানান।
তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে মাসুদা বেগম গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সেটি জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।