সংবাদ শিরোনাম ::
করোনা সন্দেহে এগিয়ে আসেনি কেউ, মারা গেলেন মসজিদের মোয়াজ্জিন
প্রতিনিধির নামঃ
- আপডেট সময় : ০৭:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ ৩৯ বার পড়া হয়েছে
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিলেন সিলেট সিভিল সার্জন কার্যালয় মসজিদের মেয়াজ্জিন মাওলানা সুলতান আহমদ (৫০)। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দীর্ঘক্ষণ তার কাছে আসেনি কেউ। প্রায় ঘন্টাখানেক পর সিভিল সার্জন কার্যালয়ের কর্মীরা এসে তাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
জানা যায়, সুলতান আহমদ উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসুখে ভোগছেন। রোববার জোহরের আযানের পর হঠাৎ অসুস্থ হয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে রাস্তায় পড়ে যান। এসময় তিনি ডাকাডাকি করলেও করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে কেউ তার কাছে যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ঘন্টাখানেক রাস্তায় পড়ে থাকার পর সিভিল সার্জন কার্যালয়ের নিরাপত্তাকর্মী সুশীল মোহন্তসহ কয়েকজন এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে মারা যান সুলতান আহমদ।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল মাওলানা সুলতা আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।