শিরোনাম
সিলেটের সকল নৌকা প্রার্থীদের অভিনন্দন জানিয়ে রাহেল সিরাজের নেতৃত্বে আনন্দ মিছিল সিলেট বিভাগে নৌকার মাঝিদের সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের অভিনন্দন গোলাপগঞ্জে মোবাইলে প্রাণনাশের হুমকী থানায় জিডি প্রহসনমূলক অবৈধ তফসিল বাতিলের দাবীতে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মেয়র আনোয়ারুজ্জামান তফসিল প্রত্যাখ্যান করে সিলেট নগরীতে বিএনপির বিক্ষোভ মিছিল গ্রাহক সেবা নিশ্চিতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উঠান বৈঠক মোগলাবাজার জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সন্তান পারভেজের খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বিএনপি, জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণ সুরমা আ’লীগের শান্তি সমাবেশ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:১৮ পূর্বাহ্ন

অনিয়মের অভিযোগে সিলেট গণপূর্ত অধিদপ্তরের হাবিবুরকে চাকুরী থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
হাবিবুর

বিজ্ঞাপন

বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ায় ও সরকারি অফিসের নিয়ম-কানুন অমান্য করার কারণে গণপূর্ত অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অধিন সিলেট নগরীর তালতলায় অবস্থিত সাবডিভিশন অফিসে ভাউচার চৌকিদার হিসেবে কর্মরত হাবিবুর রহমান (৩৫)কে চাকুরী থেকে অব্যাহত দেয়া হয়েছে।

হাবিবুর রহমান সরকারি গণপূর্ত অফিসে নিয়মিত ডিউটি না করেও বেতন নিতেন। রাত্রিকালীন সময় হাবিব ২০০৫ সাল থেকে গণপূর্ত অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে ইএম উপ-শাখায় নিয়োগ পেয়েছিলেন। মাঝে মাঝে তিনি নিয়মিত ডিউটি না করে তার পরিবর্তে ভাগ্না সাগর আহমদকে ডিউটিতে দিয়ে হাবিব বেতন উত্তোলন করতেন। বেশির ভাগ সময় হাবিব সরকারি দপ্তরে ডিউটিতে অনুপস্থিত থাকতেন।

তার বিরুদ্ধে মাদক সেবন ও মাদক ব্যবসার অভিযোগের সংশ্লিষ্টতা দপ্তর জানতে পারে। এ কারণে তাকে ইএম উপ-শাখা থেকে তালতলায় অবস্থিত সাবডিভিশন অফিসে স্থানান্তর করা হয়। সেখানে তিনি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। পাশাপাশি হাবিব গণপূর্তের স্টাফ কোয়াটার বরাদ্দ নিয়ে একা ভোগ করতে থাকেন। এত অপরাধী হয়েও তার লাগাম কেউ টেনে ধরতে পারেনি। গণপূর্তে সরকারি চাকুরীর প্রভাব খাটিয়ে তিনি অনেক অর্থ-বিত্তের মালিকও বনে যান রাতারাতি।

সিলেট নগরীর সাগরদিঘিরপার এলাকার ৩নং রোডের ১১/২নং বাসার জমি ৪০ লাখ টাকা দিয়ে ক্রয় করার সময় নিজের নামের পরিবর্তে স্ত্রীর নামে ১৩৮৫৪৪/২০১২ নং রেজিস্ট্রার দলিল করেন। স্ত্রী মাহিয়া রহমানের নামে তিনি এ দলিল করে দেন। এছাড়াও বিভিন্ন ব্যাংকে হাবিব ও তার স্ত্রীর নামে বিভিন্ন হিসাব নিকাশ রয়েছে। নিজেকে মাদক ব্যবসায় জড়িয়ে হাবিব বহু টাকা আয় করেন বলে জানা গেছে। হাবিবের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তার পিতা মৃত সিরাজুল ইসলাম মোল্লা। হাবিব এখন সিলেট নগরীর ৩নং ওয়ার্ডের ভোটার হয়েছেন।

হাবিবের ভাগ্না সাগর আহমদ নগরীর বাগবাড়ি এতিম স্কুল রোডের খান সাহেবের বাসায় বসবাস করে ক্যাসিনো নামক জোয়ায় তরুণ সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

হাবিবের বিরুদ্ধে এসএমপি দক্ষিণ সুরমা থানায় বিগত ২০-১২-২০১৪ ইং তারিখে একটি মাদক মামলা হয়। নগরীর মদিনা মার্কেটের একটি চেক ডিজঅনার মামলায় হাবিব আসামী হন। বর্তমানে মামলাটি বিচারাধিন রয়েছে। তাছাড়া কোতোয়ালী থানায় বিগত ২১-১১-২০১৭ ইং তারিখে সিআর- ১৫৮০/১৭ ও দায়রা ৫৮৯/১৮ মামলা রয়েছে। কর ফাকি ও অর্থ পাচারের অভিযোগ ওঠে হাবিবের বিরুদ্ধে।

গত ৩০-১১-২০২১ইং তারিখে ২২৩৬/৬নং স্মারকে সিলেট বিভাগীয় গণপূর্ত অধিদপ্তরের সিদ্ধান্ত মোতাবেক ভাউচার ভিত্তিক চৌকিদার হাবিবুর রহমানকে গণপূর্ত দপ্তর বিভাগীয় কার্যালয় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রাপ্ত হয়ে তার নামের ঠিকানায় মোবাইল ফোনে একাধিক বার ও নোটিশ প্রেরণ করা সত্ত্বেও সময় মত তিনি রিসিভ না করায় সরকারি আদেশের সকল নিয়ম-কানুন তিনি অমান্য করায় তার বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অর্থপাচার, কর ফাকির অভিযোগ থাকায় সিলেট গণপূর্ত বিভাগের আওতায় সকল দপ্তরে সকল প্রকার কাজ কর্ম থেকে তাকে অব্যাহত প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ