সিলেটে তুচ্ছ ঘটনায় হোটেল কর্মচারী খুন, চা দেওয়া নিয়ে শুরু হয় বিবাদ

- আপডেট সময় : ১০:০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৭ বার পড়া হয়েছে
সিলেট নগরীর কাজির বাজার এলাকায় চা পরিবেশনকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে এক হোটেল কর্মচারী খুন হয়েছেন। নিহতের নাম রুমন, বয়স আনুমানিক ২২ বছর। রোববার (১৩ জুলাই) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক মাছ বাজারের পাশে একটি হোটেলে চা খেতে ঢোকেন। চা দিতে বিলম্ব হওয়ায় ওই যুবক কর্মচারী রুমনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। উপস্থিত হোটেল মালিক ও স্থানীয়রা উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেন।
কিন্তু কিছুক্ষণ পর সেই যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে আবার হোটেলে ফিরে আসেন এবং রুমনের ওপর হামলা চালান। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান তারা। আশঙ্কাজনক অবস্থায় রুমনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।