সাংবাদিক সহ সিলেট নগরীতে যুবক খুনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

- আপডেট সময় : ০৭:১৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 6
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের প্রতিনিধি সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন (৩৮) ও সিলেট মহানগরে কোতোয়ালি মডেল থানার ৫শত গজ দূরে কিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডালিম (৩৫) নামক যুবক খুন সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বোগ-উৎকণ্ঠা, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, ২০০৭ সালে সেনা সমর্থিত জনপ্রিয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই ভাবে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেনি।
২০২৪ সালের জনসমর্থিত অন্তর্বর্তী সরকারের আমলে এই ভাবে খুনিদের দৌরাত্ব জনগণের জানমাল ইজ্জতের উপর আক্রমণ ক্রমশঃ বেড়েই চলেছে। এ থেকে জাতির বিবেক সাংবাদিকরাও আজ রেহাই পাচ্ছে না। এ ঘটনা সাংবাদিকদের নিরাপত্তাহীনতার মুখোমুখি করেছে। এ ঘটনার পর থেকে গোটা সাংবাদিক সমাজ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং চরমভাবে উদ্বিগ্ন। একটি সভ্য রাষ্ট্রে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
পাশাপাশি খনিজ সম্পদ, পাথর-বালু লুটপাটের মহোৎসব চলছে। এই পরিস্থিতি তৈরির একমাত্র কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয় ও জনপ্রিয় ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত বড় বড় দুর্নীতি মামলা থেকে ঢালাও ভাবে চিহ্নিত আসামীদের অব্যাহত প্রদান।
২০০৭-২০০৮ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিলেট নগরীর ছিল সবচেয়ে বেশি নিরাপদ নগরী। সেই নগরীতেও গত এক বছরে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে।
এ সকল ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ভাবেই এড়াতে পারেন না। দ্রুত আইন-শৃঙ্খলার উন্নতি দেখতে চায় সিলেট সহ সমগ্র দেশবাসী। বিজ্ঞপ্তি