বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
বাহুবলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / 200
হবিগঞ্জের বাহুবলে দুই গ্রুপের সংঘর্ষে মুছাব্বির মিয়া(২৩) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মুছাব্বির মিয়া উপজেলার লামাতাশি ইউনিয়নের তারাপাশা গ্রামের ছত্তার মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। বৃহস্পতিবার(১১ মে) রাত আটটার দিকে উপজেলার তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার লামাতাশি ইউনিয়নের তারাপাশা গ্রামের ইউপি সদস্য তাজুল ও সিরাজ মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মুছাব্বির গুরুতর আহত হন।
স্থানীয়রা মুছাব্বিরকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাহুবল মডেল থানার ওনি (তদন্ত) প্রজিত কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।