সিলেট কাষ্টঘরে পুলিশের অভিযান, মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ২৫ জন আটক

- আপডেট সময় : ০৬:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৪ বার পড়া হয়েছে
সিলেট মেট্রেপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ২৫ জন আটকঃ
১২/০৭/২০২৫ খ্রিঃ বিকাল ১৭.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কোতোয়ালি মডেল থানাধীন কাষ্টঘর সুইপার কলোনিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) জনাব মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসএমপির বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
উক্ত অভিযানে মাদকদ্রব্য হেফাজতে রাখা, বিক্রয় ও মাদক বিক্রির নগদ অর্থসহ সর্বমোট ২৫ (পঁচিশ) জন ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন: ১। মোস্তাকিম আহমেদ আনন্দ (২০), পিতা: মোঃ মনির সিয়া, মাতা: শামসুন্নাহার, সাং: খোজার খলা, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট; বর্তমান ঠিকানা: তেররতন বাজার, উপশহর, শাহপরাণ, সিলেট। ২। জাকির হোসেন রাকিব (৩২), পিতা: মোঃ বশির মিয়া, মাতা: জয়নব বেগম, সাং: পার্টইশাইল, থানা: জকিগঞ্জ, সিলেট; বর্তমান: ফেরিঘাট, কদমতলী, দক্ষিণ সুরমা, সিলেট। ৩। মোঃ সফর আলী (৩৫), পিতা: মোঃ জালাল মিয়া, মাতা: ফিরোজা বেগম, সাং: বাইশটিলা, থানা: এয়ারপোর্ট, সিলেট। ৪। মোঃ আব্দুর রাকিব (২৫), পিতা: মোঃ কাশেম দিয়া, মাতা: শেফালী বেগম, সাং: চান্দিনা বাগুর, থানা: দেবিদ্বার, কুমিল্লা; বর্তমান: বড়বাড়ি, বালুচর, শাহপরান, সিলেট। ৫। মোঃ দেলোয়ার হোসেন (৩৭), পিতা: মোঃ শাহাবুদ্দিন, মাতা: রেনু বেগম, সাং: খাগাইল, থানা: বিয়ানীবাজার, সিলেট; বর্তমান: মহাজন পট্টি। ৬। অন্তর বাশফর (২১), পিতা: উজ্জল বাশফর, মাতা: মনি, সাং: কাষ্টঘর, থানা: কোতোয়ালী, সিলেট। ৭। মনির হোসেন (৩২), পিতা: শুক্কুর মিয়া, মাতা: জরিনা বেগম, সাং: বাইশটিলা, থানা: এয়ারপোর্ট; বর্তমান: বাদামবাগিচা, সিলেট। ৮। মিঠুন বাশফর (৩৮), পিতা: মতিলাল, মাতা: গীতা বাশফর, সাং: পরীনগর (রেল কলোনি), থানা: কুলাউড়া, মৌলভীবাজার। ৯। লক্ষণ লাল (৫০), পিতা: ধনুলাল, মাতা: গজমতি লাল, সাং: কাষ্টঘর, থানা: কোতোয়ালী, সিলেট। ১০। বিপ্লব লাল (১৮), পিতা: সিন্টু লাল, মাতা: জয়ন্তিকা লাল, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ১১। আশিক লাল (২২), পিতা: মৃত পাশা লাল, মাতা: আলো রানী, সাং: কাষ্টাঘর, কোতোয়ালী, সিলেট। ১২। শ্রাবণ লাল (২২), পিতা: মৃত বাবুল লাল, মাতা: ইন্দিরা রানী, সাং: ছোটরা, থানা: কুমিল্লা সদর। ১৩। থাকাশ রায় (২১), পিতা: চুনীলাল, মাতা: বিজলী রানী রায়, সাং: টিলারগাঁও (শাবিপ্রবি), থানা: জালালাবাদ, সিলেট। ১৪। আক্তার হোসেন (৪৫), পিতা: মৃত মফিজুর রহমান, মাতা: মালেচ্ছা বেগম, সাং: চান্দের নগর, থানা: জামালগঞ্জ, সুনামগঞ্জ। ১৫। শুভ লাল (৩৭), পিতা: মৃত শংকার লাল, মাতা: মুন্নি রানী, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ১৬। আকাশ সরকার (২০), পিতা: চিন্টু সরকার, মাতা: গীতা রানী সরকার, সাং: বাসুমাহাটি, থানা: নবাবগঞ্জ, ঢাকা; বর্তমান: উপশহর, শাহপরান, সিলেট। ১৭। অজিত বর্মন (৩২), পিতা: টুনু বর্মন, মাতা: সুবলা বর্মন, সাং: ফেরীঘাট, কদমতলী, দক্ষিণ সুরমা, সিলেট। ১৮। টিটুলাল (২১), পিতা: বিধান লাল, মাতা: রাহেলা রানী, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ১৯। মোন্না লাল (৩২), পিতা: কালু লাল, মাতা: বেবী রানী, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ২০। ব্লুটকি রানী (৫৫), পিতা: মতিলাল, মাতা: ফুলমতি রানী, সাং: আখাউড়া রেল কোয়ার্টার, ব্রাহ্মণবাড়িয়া; বর্তমান: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ২১। সালমা বেগম (৩২), পিতা: আনসার আলী শেখ, মাতা: আমেনা বেগম, সাং: হাসানপুর, থানা: কেশবপুর, যশোর; বর্তমান: কাষ্টঘর, সিলেট। ২২। মোঃ আলামিন মিয়া (২৫), পিতা: মোঃ জজ মিয়া, মাতা: কুলসুম বেগম, সাং: দৌলভদী, থানা: তিতাস, কুমিল্লা; বর্তমান: কদমতলী ফেরিঘাট, দক্ষিণ সুরমা, সিলেট। ২৩। ওম লাল (১৬), পিতা: কিশুন লাল (মৃত), মাতা: মনি, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট। ২৪। মোঃ সাকিবুল ইসলাম (৩১), পিতা: মোঃ শাহ আলম, মাতা: সেলিনা আলম, সাং: সাহেব রামপুর, থানা: কালকিনি, মাদারীপুর; বর্তমান: শাহজালাল উপশহর, সিলেট। ২৫। পাপ্পু লাল বাশফর (৩০), পিতা: বৌনা লাল বাশফর, মাতা: সিমা রানী, সাং: কাষ্টঘর, কোতোয়ালী, সিলেট।
উদ্ধারকৃত মালামালঃ- অভিযানে আসামীদের হেফাজত হতে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুড়িয়া গাঁজা, ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রয়লব্ধ নগদ-৫৭,০৫০/- টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।