বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
ফেঞ্চুগঞ্জে ৩৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৩ বার পড়া হয়েছে
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানাপুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ই মে) মধ্যরাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াবাজার এলাকা থেকে ৩শ’ ৩৫টি পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম কর্মদা গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে শামিম আহমেদ (৩৪)।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান খান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে নয়াবাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী শামিম আহমেদ (৩৪)কে ৩শ’ ৩৫টি ইয়াবা বড়িসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -০৬।