নওগাঁয় আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

- আপডেট সময় : ০৫:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২৫০ বার পড়া হয়েছে
মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁয় চতুর্থ বারের মতো মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান, জেলা ক্রীড়া সংস্থ্যার সাধারন সম্পাদক ও এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনে বিভিন্ন জেলার মোট ১৪টি ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে নওগাঁ প্রবাহ সংসদ ও টাঙ্গাইল জেলা দল মুখোমুখি হয়। খেলার এই আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নওগাঁ মডেল টাউন। এছাড়াও সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন ডানা পার্ক এবং পিপলস সিটি।