হবিগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১

- আপডেট সময় : ০৫:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / 270
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পূর্ব দিকে দাউদনগর বাজার রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা পৌনে দুইটার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পূর্ব দিকে দাউদনগর বাজার রেলগেট এলাকায় ট্রেন লাইনে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে প্রবেশকালে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান ওই ব্যক্তি। তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানতে কাজ করছে পুলিশ।