ঢালারপার উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে এড.শাহজাহান চৌধুরী প্যানেল বিজয়ী

- আপডেট সময় : ০৪:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / 201
কোম্পানীগঞ্জের ঢালারপার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিজয়ী হয়েছেন এড.শাহজাহান চৌধুরী। মঙ্গলবার ( ২১ মার্চ) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিপুল উৎসাহ উদ্দীপনায় সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। পরবর্তীতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট দেন ভোটাররা। ৪ টার পর শুরু হয় ভোট গননা। ভোট গননা শেষে ৫ টায় ফলাফল ঘোষণা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিততে উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ উপজেলার ইউওন নির্বাচন পরিদর্শন করেন।
নির্বাচনে এড.শাহজাহান চৌধুরী মনোনীত পূর্ণ প্যানেল জয়লাভ করে। তাদের মধ্যে সর্বোচ্চ ১১৭ মোঃ আলী আকবর ১০৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সিদ্দিক খান, ১০৪ভোট পেয়েছেন মোঃ আবুল খায়ের, ১০৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন সুজন।
আর মহিলা প্রার্থী হিসেবে শাহজাহান চৌধুরী প্যানেল থেকে বিজয়ী হয়েছেন মোছাঃ ফেরদৌস আরা। তিনি ১২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।