বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
চুনারুঘাটে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / 205
হবিগঞ্জের চুনারুঘাটে গাদিশাইল গ্রাম থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, ওই পরিবারের সজ্জুল হকের (৪৫) লাশ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) এবং ছেলে ইয়াছিন মিয়ার (১০) লাশ বাড়ির ভেতরে পাওয়া গেছে।
তিনি আরও জানান, মরদেহ তিনটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সজ্জুল মিয়া একজন হতদরিদ্র লোক ছিলেন। তার ছেলে ইয়াছিন মিয়া প্রতিবন্ধী ছিল। সংসার চালাতে পারছিলেন না। এজন্য স্ত্রী ও ছেলে ইয়াছিনকে মারার পর হয়তো সজ্জুল হক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা যায়।