বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
দক্ষিণ সুরমার ইয়াবা বিক্রেতা হোসেন কারাগারে

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ ২০৬ বার পড়া হয়েছে
সিলেটের দক্ষিণ সুরমায় হোসেন আহমদ (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি আখতার হোসেন বলেন, মঙ্গলবার মাদক বিক্রেতা হোসেনকে ওই মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুত্র জানায়, সোমবার বিকেলে নগরীর কদমতলী পয়েন্টস্থ কয়েছ আবাসিক হোটেলে অভিযান চালায় দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ।অভিযান চলাকালে হোটেলটির ৩০৫ নাম্বার কক্ষ থেকে মাদক ব্যবসায়ী হোসেন আহমদকে আটক করা হয়। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার লামারগাঁও এর কুতুব আলী’র ছেলে। এ সময় তার হেফাজতে থাকা ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।