বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
সিলেটে ভুয়া সাংবাদিকদের তৎপরতা রোধে কঠোর হচ্ছে সিলেট মহানগর পুলিশ

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ ১৮৭ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস ডেস্ক :: সাংবাদিকতার নামে অপকর্ম ও ভুয়া সাংবাদিকদের তৎপরতা রোধে কঠোর হচ্ছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। শীঘ্রই এ ব্যাপারে অভিযান শুরু হচ্ছে।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে সিলেটে ‘প্রেস’ লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে সিলেট মহানগর পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও কমিউনিটি সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিলেটে সাম্প্রতিক সময়ে বেড়েছেভুয়া সাংবাদিকদের তৎপরতা। মোটরসাইকেলের সামনে প্রেস স্টিকার লাগিয়ে নানা অপকর্ম করছে তারা। পুলিশও এতোদিন এসব স্টিকারযুক্ত মোটরসাইকেলের প্রতি ছিলো উদাসীন।
এসব সাংবাদদিক পরিচয়দানকারী ব্যক্তিদের অপতৎপরতা নিয়ে ব্যাপক সমালোচনার পর এবার কঠোর অবস্থান নিচ্ছে পুলিশ।