বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
সিলেটে আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 2
সিলেট: রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর উদ্যোগে সিলেট শহরের আম্বরখানায় অবস্থিত আব্দুল গফুর ইসলামিক আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে একটি বৃক্ষরোপণ কর্মসূচি ও ছাত্রছাত্রীদের মধ্যে চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, উদ্যান উন্নয়ন জে.এস. আজাদ শিপন এবং সহকারী সমন্বয়ক (প্রশাসন) প্রকৌশলী পানীর আলম হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম রব্বানী।
বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।