মাধবপুরে ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

- আপডেট সময় : ০৪:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / 202
একটি অনলাইন পোর্টালের কথিত এক সাংবাদিককে ১৮০ পিস ইয়াবা সহ আটক করেছে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি দল।
সোমবার (৬ মার্চ) সকালে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর এলাকার মোঃ সামসুল হক উজ্জ্বলের নিজ ঘরের শয়ন কক্ষে পলি প্যাকেটে ভেতর লুকিয়ে রাখা একশো ৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান জানান, কথিত সাংবাদিকের নাম মোঃ সামসুল হক উজ্জ্বল ( ৩৫)। তিনি ইয়াবা বিক্রয় চক্রের ডিলার। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সন্দেহ এড়াতে সাংবাদিক পরিচয়কে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করে আসছেন। তিনি মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে।
মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।