বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘ’ট’না’য় লামাকাজীতে প্র’তি’বা’দ সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ২ বার পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ কমপ্লেক্স মোড়ে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর হামলা ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে লামাকাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘লামাকাজী ইউনিয়নের সর্বস্তরের জনগণ’র ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কাঁচা মিয়ার সভাপতিত্বে ও সংগঠক আব্দুল আহাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাস্টমস কর্মকর্তা মুহিবুর রহমান কিরণ, আইনজীবি কল্যাণ চৌধুরী, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খায়রুল আমীন আজাদ, রামপাশা ইউনিয়ন পরিষদের সদস্য আয়াজ আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য সোহাদা বেগম, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেকিম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সোনাপুর গ্রামের অ্যাডভোকেট মাওলানা হাবিবুর রহমান, অলংকারী ইউনিয়নের রামপুর গ্রামের সালিশ ব্যক্তি সাজিদুর রহমান সুহেল, ব্যবসায়ী মিছবাহ উদ্দিন, সাতপাড়া গ্রামের সেবুল আফসারী, ভূরকি গ্রামের রহমত আলী মামুন, নূরুল আমিন, হাজরাই গ্রামের হাবিবুর রহমান মনু প্রমুখ।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন লামাকাজী ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের আব্দুস সোবহান ও স্বাগত বক্তব্য রাখেন মির্জারগাঁও গ্রামের প্রবীণ আবুল খয়ের জালালাবাদী।
সভায় বক্তারা লামাকাজী ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার উপর হামলার নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।