গ্রাহক সেবা নিশ্চিতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উঠান বৈঠক

- আপডেট সময় : ০৫:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে
গ্রাহক সেবা নিশ্চিত করণে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৪ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৪টায় দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পূর্বাঞ্চল) এর পরিচালক শফিকুর রহমানের সভাপতিত্বে ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মোঃ আখতারুজ্জামান লস্করের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতি বোর্ডের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, সচিব আব্দুল হাই, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, সমিতি বোর্ডের দক্ষিণ সুরমার এলাকা পরিচালক মাহবুব আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, রাখালগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সাজিদা বেগম, মোগলাবাজার থানার এস.আই আব্দুল মুকিত।
আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী বাবলু মিয়া, সমাজসেবী আব্দুর রহিম চৌধুরী রিপন, শিব্বির আহমদ, নুরুল হক। বৈঠকে গ্রাহকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরা হয়।