বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
গোলাপগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:২৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মোল্লা ফজলু নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত ওই গ্রামের আখমল আলীর ছেলে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ডাকাত মোল্লা ফজলু আন্ত:জেলাডাকাত দলের সদস্য। সে একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।